শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রোজই ছোটে মন

নূর আলম গন্ধী

হিজল তমাল বটের ছায়ায়

রোজই ছোটে মন

বন্দীঘরে কাটে না তো

ভালো আমার ক্ষণ।

 

ফুল-পাখি আর বন-বনানী

দেখতে লাগে ভালো

দিঘির জলে হাসের খেলা

রাতের জোনাক আলো।

 

মাঠের বুকে সোনা ফসল

কৃষাণেরই হাসি

রাখালবাঁশির সুর যে আমি

খুবই ভালোবাসি।

 

বয়ে চলা নদ-নদী ও

তারই কলতান

মিষ্টি মধুর লাগে যে খুব

হাজার পাখির গান।

 

কচি ঘাসের ডগায় ডগায়

ফড়িংনাচ ও খেলা

ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ ডাক ও

মায়া সন্ধ্যে বেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর