শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুখি ছেলে

হামীম রায়হান

দুখি ছেলে

চুরুলিয়া গ্রামের সেই

একা, দুখি ছেলে,

রুটির দোকানে কাজ করে,

পড়ালেখা ফেলে।

 

বাউন্ডুলে স্বভাব বলে

মন বসেনি কাজে,

তাই তো গেল দোকান ছেড়ে

গানের দলের মাঝে।

 

দুঃখ যে তার নিত্য সঙ্গী,

বিদ্রোহী তাই মন,

তাই তো নিল সমরের সাজ,

দ্রোহ সারাক্ষণ।

 

দ্রোহ মনে রচনা করেন

দ্রোহের কবিতা,

প্রাতঃস্মরণীয় তিনি,

অক্ষয় সবি তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর