শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

পেঁচা ও কোলাব্যাঙ কাব্য কবির

পেঁচা ও কোলাব্যাঙ কাব্য কবির

পেঁচা বলে কোলাব্যাঙরে

লম্বা কেন ঠ্যাং,

ডাকো কেন বৃষ্টি এলে

ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।

 

কোলাব্যাঙে বলে পেঁচা

নাকটি কেন বোঁচা?

ইচ্ছে করে মারতে আমার

তোর ওই নাকে খোচা।

 

কথা শুনে পেঁচা বলে

সালা যে তুই পাজি,

আমার সাথে যুদ্ধ করতে

তুই হয়ে যা রাজি।

 

কথা শুনে ব্যাঙে বলে

তোর যে বোঁচা নাক,

সব সময়ই নাক দেখে তোর

হাসে বনের কাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর