শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কার হুকুমে

কবির মাহমুদ

কার হুকুমে আকাশ বাতাস

ঊষার রাঙা প্রাত?

আলোর রবি অস্ত গিয়ে

আঁধার ঘেরা রাত।

 

ভাবতে থাকি আকাশ পানে

কে বানালো ভব?

কী অপরূপ সৃজন তার

এই পৃথিবীর সব।

 

কোকিল ডাকে মধুর সুরে

কার সুরে বীণ বাজে?

পুব আকাশে রবির কিরণ

এই পৃথিবীর সাজে।

 

আঁকাবাঁকা পাহাড় নদী

মিষ্টি ফুলের ঘ্রাণে

ফুল পাখিরা কার হুকুমে?

উঠছে প্রভাত গানে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর