শিরোনাম
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিড়ালমাসির দুঃখ

শশধর চন্দ্র রায়

বাঘ এসে কয়, বিড়ালমাসি

কাঁদছ তুমি ক্যান,

এই বোশেখে হাসবে তুমি

নেই কি তোমার জ্ঞান!

বাঘের কথায় বিড়ালমাসি

কেঁদে কেঁদে কয়,

এই বোশেখে খুশি থাকা

বড়ই যে বিস্ময়।

তাকদুমাদুম বাজছে না যে

বাদ্য ঢোলক-ঢাক,

ও বাঘমশাই, দুঃখভরা

করোনা বৈশাখ।

এই বোশেখে নেই তো ইলিশ

পান্তা খাওয়ার ধুম,

তাই পতা চোখে জল এসেছে

হারিয়ে গেছে ঘুম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর