শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

সুখের ছবি

হামীম রায়হান

সুখের ছবি

পবিত্র মাস রমজান এলো,

কমাও পাপের বোঝা,

খোদার রহম চাইলে পেতে

রাখ মুমিন রোজা।

রোজা মানে নয়তো কেবল

উপোস সকাল-সন্ধ্যা,

গরিবের দুঃখ ধনী বুঝে

থাকবে যে আনন্দে!

নামাজ পড়, কোরআন পড়, পড় তাহাজ্জুদ,

হালাল, হারাম বুঝে খাবার

না করিও মজুদ।

ধনীর ধনে আছে জেন

দুস্থজনের হক,

এই সুযোগে নাও না করে

পুণ্য নেওয়ার ছক।

সবাই চলো এক হয়ে নেয়

শিক্ষা রোজার মাসে,

দুঃখ ঘুচে সুখের ছবি

যেন চোখে ভাসে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর