শিরোনাম
শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ভুতুর ছানা

বাসু দেব নাথ

তেঁতুল গাছে ভুতু আছে

আছে ভুতুর ছানা

রাতবিরাতে যখন তখন

নাচে তানা না না।

 

ভুতুর ছানা নাচায় ডানা

হয় না ওড়ার মানা

মনের সুখে বেড়ায় ঘুরে

আছে সবার জানা।

 

তাইতো ইলি সাথে মিলি

যায় না তেঁতুল ধারে

ভুতুর ছানা কখন আবার

চাপায় তাদের ঘাড়ে।

 

কিন্তু ভুতুর ছানাগুলো

দেখতে খুবই মিষ্টি

যায় না ঘরের বাইরে তারা

দেখতে পেলে বৃষ্টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর