শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বাঁকা চাঁদ

হুমায়ুন আবিদ

একটা বাঁকা চাঁদ উঠেছে

দূর আকাশের কোণে

কেমনে জানি এই কথাটি

খোকন ফেলে শুনে।

 

চাঁদের কথা শুনে খোকন

বাইরে আসে ছুটে

এমন সময় আকাশ মাঝে

সন্ধ্যা তারা ফোটে।

 

বাঁকা চাঁদটা দেখে খোকন

তিড়িংতিড়িং নাচে

রোজার কথা শুনে খোকন

ছোটে মায়ের কাছে।

 

মায়ের কাছে এসে খোকন

বায়না ধরে রঙে

কাল থেকে রাখবো রোজা

মাগো তোমার সঙ্গে।

 

খোকার কথা শুনে মায়ে

টেনে নিয়ে বুকে

সোহাগ ভরা ভালোবাসায়

চুমু দিলো মুখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর