শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

আম কুড়াতে

মিরুল হোসেন

ঝড়ের মধ্যে খোকা গেল,

আম কুড়াতে বনে।

ঝড়ের মধ্যে আম পড়ার,

শব্দ শুনে কানে।

 

আম কুড়াতে গিয়ে খোকা,

দেখল আরও সাথী।

আসছে সবাই আম কুড়াতে,

আনন্দে আছে মাতি।

 

খোকা গিয়ে মিশল সেথায়,

আম কুড়াবে সবাই।

টিপ টিপ এই বৃষ্টিতে মন,

আনন্দে গান গায়।

 

ঝড়ের মধ্যে আম কুড়াতে,

লাগছে কত সুখ।

গলা ছেড়ে গাইছে গান,

আনন্দ সবার মুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর