শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

হুতুম পেঁচা

শরিফ হাসানাত

হুতুম পেঁচা ভুতুম পেঁচা

রাত জাগানি পাখি,

চওড়া মাথা, চ্যাপ্টামুখি

সম্মুখে দুই আঁখি।

 

হুতুম পেঁচা ভুতুম পেঁচা

তাকায় বড় চোখে,

আঁধার রাতে ডালে বসে

শিকারী প্যাঁচ জোখে।

 

পোকা-মাকড় ইঁদুর ও ব্যাঙ

পেঁচার প্রিয় খাদ্য,

রোজ নিশিতে খাওয়ার লাগি

ধরতে এসব বাধ্য।

 

গভীর বনে পাতার ঝোপে

দিনের বেলায় থাকে,

নিকষ আঁধার ঢাকলে পরে

ভয়াল সুরে ডাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর