শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ছোট্ট গাঁও

শামীম হাসনাইন

ছোট্ট গাঁও

মেঘনার তীর ঘেঁষে

ছোট জেলেপাড়া

সন্ধ্যা পেরিয়ে গেলেই

ব্যস্ত ভীষণ

আঁধারে জলে ছোটে

জেলেদের নাও

অজানা সংশয়ে কাঁপে

না তো মন।

মেঘনায় আলো জ্বলে

জোনাকির মতো

জলে ভেসে আছে যেনো

ছোট্ট এক গাঁও

রাত বাড়ে মাঝ গাঙে

আলো জ্বলে রয়

জাল ফেলে মাছ ধরে

জেলেদের নাও।

রূপালী চাঁদ হাসে

মেঘনার জলে

জলে ভাসা জেলেদের

চোখে নাই ঘুম

চাঁদের আলোয় ভাসে

সারি সারি নাও

নীরবে পেরিয়ে যায়

রাত্রি নিঝুম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর