শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাখি সমাচার

কাজী মারুফ

পাখি সমাচার

রোজ প্রভাতে গাছের ডালে

নানা জাতের পাখি

কিচিরমিচির শব্দ করে

করে ডাকাডাকি।

 

সে ডাক শুনে ঘুমিয়ে থাকা

সকল প্রাণী জাগে

মুগ্ধকরা ফুল ফোটে ওই

সমস্ত ফুল বাগে।

 

ডানা মেলে দূরদূরান্তে

যায় পাখিরা উড়ে

খাবার খোঁজে নিত্যদিনই

এদিক-সেদিক ঘুরে।

 

সন্ধ্যা হলে বাসায় ফিরে

খাবার নিয়ে মুখে

এমনিভাবে পাখপাখালির

দিন কেটে যায় সুখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর