শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাদ্র মানে

মহিউদ্দিন জুবায়েদ

ভাদ্র মানে ঝলমলে চাঁদ

দূর আকাশে ওই

ভাদ্র মানে হাজার তারার

ফুটছে যেন খই।

 

ভাদ্র মানে মেঘ বালিকা

পালায় দূরে দূর

ভাদ্র মানে নদীর তীরে

অজানা এক সুর।

 

ভাদ্র মানে পল্লী গাঁয়ে

তালের পিঠা ধুম

ভাদ্র মানে ফুলের গন্ধে

কেড়ে নেওয়া ঘুম।

 

ভাদ্র মানে দখিন বায়ু

দোলায় কাশের ফুল

ভাদ্র মানে পাখপাখালির

কিচিরমিচির বোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর