শিরোনাম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘুড়ি ও খোকা

দিপংকর দাশ

হিমেল হাওয়া বইছে যখন

সাদা মেঘের দেশে,

রঙিন ঘুড়ি ওড়ায় খোকা

শঙ্খচিলের বেশে।

 

খোকার ঘুড়ি ছুটে চলে

সাত আসমান ছাড়ি,

জমায় পাড়ি যেথায় আছে

চাঁদের বুড়ির বাড়ি।

 

তারপরে ওই ঘুড়ি ছুটে

রংধনুকে ছুঁতে,

লাল পরীরা যেথায় রাখে

জাদুর কাঠি পুঁতে।

 

হঠাৎ একি সুতো কেটে

হারিয়ে গেল ঘুড়ি,

খোকা ভাবে চাঁদের বুড়িই

করেছে তা চুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর