শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলোর মিছিল

আলমগীর কবির

পাখির গানের মিষ্টি সুরে

ঘুম ভেঙেছে নিশির,

ঘাসের ডগায় করছে খেলা

মুক্তো নাকি শিশির?

 

রৌদ্র নাচে পাতায় পাতায়

শিশির কণার ঠোঁটে ,

ভোর হয়েছে খোকন দেখো

ফুল বনে ফুল ফোটে।

 

ভোর হয়েছে কে পাঠালো

সোনা রোদের চিঠি,

গোলাপ জবা হাসনাহেনা

হাসছে মিটিমিটি।

 

রঙিন পাপড়ি মেলে ফুল

প্রজাপতির চুমে,

বাইরে দেখো আলোর মিছিল

আর থেকো না ঘুমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর