শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাঁকা চাঁদের হাসি

মাহমুদ সালিম

বাঁকা চাঁদের হাসি

সন্ধ্যা হলে নীল আকাশে

চাঁদ মামাটা হাসে

রাতের শেষে রাঙা প্রাতে

সূর্যি মামা আসে।

 

দুপুর গড়ায় আবার যখন

অস্ত চলে যায়

রাতের তারা ঝিকমিকিয়ে

আমার দিকে চায়।

 

বাঁকা চাঁদের আলোয় দেখি

জোনাক পোকার দল

উদার আকাশ মন কেড়ে নেয়

আলোতে ঝলমল।

 

চাঁদের হাসি,সূর্য কিরণ

খুব যে ভালোবাসি

ভালো লাগা সুরের দোলা

সুখ যে রাশি রাশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর