শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গ্রীষ্মটা ছন্দের

শচীন্দ্র নাথ গাইন

গ্রীষ্মটা ছন্দের

চোখ যায় যদ্দূর

কাঠফাটা রোদ্দুর।

দেখা নেই ঠান্ডার

খালি গোলা ভান্ডার।

 

ফোটা ঝরে ঘর্মের

অলসতা কর্মের।

খোঁজ কম স্বস্তির

থাকে সব অস্থির।

 

ফুল নানা বর্ণের

শোভা চুল-কর্ণের।

মেঘে দেয় ঝংকার

মনে ঝড়ো শংকার।

 

সাড়া মেলে বৃষ্টির

রঙ বাড়ে সৃষ্টির।

মিলে ভালো-মন্দের

গ্রীষ্মটা ছন্দের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর