শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

হারানো দিন

ছাদির হুসাইন ছাদি

নতুন দিনের নতুন চলা

নতুন নিয়মনীতি,

শোনা যায় না আদিমকালের

সহজসরল গীতি।

 

দেখা যায় না প্রতিবেশীর

আনন্দময় খেলা,

দিনে-দিনে বিলীন হচ্ছে

শৈশবেরই মেলা।

 

জীবন থেকে মরে গেছে

কাদামাটির হাসি,

নিশি রাতে বাজে না আর

রাখালিয়ার বাঁশি।

 

মধুর সুরে ডাকে না আর

রংবেরঙের পাখি,

কাঁদে না আর বিয়ের কন্যা

ভিজে না দুই আঁখি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর