শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

টোকাই ছেলেটা

শামীম হাসনাইন

টোকাই ছেলেটা

রেলের পুরনো বগিতে

একটা টোকাই ছেলে

কুঁজো হয়ে শুয়ে থাকে

ছেঁড়া কাঁথাটা মেলে।

 

অনেক পুরনো বগিটার

স্যাঁতসেঁতে পরিবেশে

এতটুকু আলো বাতাস

উঁকিও দেয় না এসে।

 

পায়নি আদর মায়ের

দেখেনি বাবার মুখ

কখনো পায়নি স্নেহের

পরশ মাখানো সুখ।

 

টোকাই ছেলেটা খুশি

দুমুঠো খেতে পেলে

রেলের বগিতে ফেরে

সন্ধ্যা পেরিয়ে গেলে।

 

ভ্যাপসা গরমে রাতে

ছেলেটা ভিজে ঘামে

মনের যত দুঃখ ব্যথা

দুচোখ বেয়ে নামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর