শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

আষাঢ় মাস

মিজানুর রহমান

কদম গাছে ফুল ফুটেছে

বষ্টি এলো কষে।

পুঁটি মাছ বর  সেজেছে

অঝর আষাঢ় মাসে।

 

চর্তুদিকে পানির মেলা

সাঁতার দিবো কবে?

মা’র মুখে চিন্তার ছাপ

জ্বর বুঝি এবার হবে।

 

বজ্রপাতে মেঘের কান্নায়

ভীতু হয়ে থাকি।

টিনের চালার বৃষ্টির শব্দে

ঘুম’কে দেই ফাঁকি।

 

বিকেল বেলা বাবার সনে

রুই কিনতে যাই।

পান্তা ভাতে কাঁচামরিচ

গাপুসগুপুস খাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর