শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

বর্ষা আসে

সুফিয়ান আহমেদ

মেঘ গুড় গুড় বর্ষা আসে

দারুণ বৃষ্টি নামে

জীবনের সব কোলাহল তাই

মেঘে মেঘে থামে।

 

ছন্দ নূপুর, বৃষ্টি দুপুর

বৃষ্টি ভীষণ পড়ে

অবিরাম ঝরঝর কতো যে

গাছের পাতা নড়ে।

 

বর্ষার সাজে স্বদেশ সাজে

বৃষ্টি ছোঁয়ার বেশে

সজীবতা পায় মিষ্টি  রঙে

কদম ফুল হেসে।

 

চারিদিকে জল থইথই 

নামে আষাঢ়ে ঢল

পুকুরজুড়ে মাছ ভরে যায়

আর গাছে গাছে ফল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর