শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বোয়াল রাজা

সামিউল ইসলাম

বোয়াল রাজা

আষাঢ় মাসে জলে ভাসে

পাবদা পুঁটি কৈ

মাছ ধরিতে ভাসে আবার

হাঁসের ছানা তৈ।

 

ডিঙি নাওয়ে ব্যঙে ভাসে

সঙ্গে বোয়াল মাছে

তাই না দেখে নাচে ঘুঘু

নদীর পাশের গাছে।

 

বোয়াল মাছের চোয়াল বড়

দাঁতও তীক্ষ্ণ ধার

ভয়ের চোটে ব্যাঙে পালায়

বৈটা রেখে তার।

 

কৈ আর পুঁটি নালিশ দিলে

বোয়াল রাজা বলে

প্রজার উপর হাঁসের প্রভাব

রাজ্য কি আর চলে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর