শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাঁঝবেলা

শচীন্দ্র নাথ গাইন

রোদ জ্বল জ্বল দিন গড়িয়ে

সন্ধ্যা  যখন আসে,

নীল-খয়েরি রং পরে গায়

দূরের আকাশ হাসে।

 

সাধ জাগলেও হাত বাড়িয়ে

সে রং কে আর ছোঁবে?

একটু আঁধার নেমে আসে

সুর্য ডোবে ডোবে।

 

সন্ধ্যাতারা দেয় ইশারা

রাতটা খুবই কাছে,

নীড়েফেরা পাখির মেলা

ছাতিম-শিমুল গাছে।       

 

মিষ্টি চাঁদে দেয় যে উঁকি

খেলতে আলোর খেলা,

স্নিগ্ধ-মধুর আমেজ মাখা 

নিঝুম সাঁঝের বেলা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর