শিরোনাম
শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নৌকার মাঝি

গাজী আরিফ মান্নান

নৌকার মাঝি

নদীর বুকে চালায় মাঝি

পাল তোলা এক নায়,

দেশ-দেশান্তর দিতে পাড়ি

লগি-বইঠা বায়।

 

সুখ বসন্তে গুণ গুনিয়ে

গায় যে শত গান,

উল্টো স্রোতে নৌকাখানি

দিতে থাকে টান।

 

নদীর ঘাটে ডিঙি নৌকায়

করে বসবাস,

ঠিক ঠিকানা নাই যে তবু

মনে স্বপ্ন আশ।

 

নদীর দু-কূল ভাঙে গড়ে

পাল্টে নাতো দিক,

নদীর বালির মতো জীবন

হয়না তাদের চিক!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর