শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

চাঁদ ও খুকুমণি

শচীন্দ্রনাথ গাইন

ওই যে দূরের আকাশজুড়ে

চাঁদটা যখন ভাসে

খুকুমণি দৌড়ে এসে

বসে মায়ের পাশে।

 

উঠোন ভরা আলোর জোয়ার

ছড়িয়ে রাশি রাশি

কীযে দারুণ লাগে ভালো

নিটোল চাঁদের হাসি।

 

হাত বাড়িয়ে কাছে ডেকে

মা বলে, ‘চাঁদমামা

খুকুর জন্যে দাও পাঠিয়ে

ঝলমলে রং জামা।’

 

বয়স খুকুর কম হলেও

বুদ্ধিতে বেশ ঝানু

মায়ের মামা বলেই খুকু

চাঁদকে ডাকে নানু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর