শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

তথ্য কনা

তথ্য কনা

আমরা প্রতিদিন কত কিছুই না শিখছি। সবই তো স্কুলের পড়া। এর বাইরেও শেখার আছে অনেক কিছু।

 

►  খরগোশ ও টিয়া পাখি মাথা না ঘুরিয়েই সামনে আর পেছনে দুদিকেই দেখতে পায়।

► প্রজাপতি কিছু খাওয়ার আগে খাবারের ওপর বসে। কারণ, আমরা যেমন জিহ্বা দিয়ে স্বাদ পাই, তেমনি প্রজাপতিদের স্বাদ পাওয়ার জন্য বিশেষ অঙ্গটি থাকে তাদের পায়ে!

►  আমাদের বাসায় যত ধুলো আছে তার অধিকাংশই শরীরের মৃতকোষ!

►  স্টেগোসরাস ডাইনোসরের আকার ছিল বিশাল, ৯ মিটারের বেশি। কিন্তু এর মগজের সাইজ ছোট্ট একটি ওয়ালনাট বাদামের সমান!

►  মহাকাশে গেলে সবাই একটু লম্বা হয়ে যায়। কারণ, মহাকাশে তো আর অভিকর্ষের টান নেই!

► পায়ের আকার ও সাইজ বেঢপ আর লম্বা বলেই ক্যাঙ্গারু ও এমু পেছন দিকে হাঁটতে পারে না।

►  জলহস্তির সাইজ তো বিশাল। কিন্তু জান কি! জলহস্তি মানুষের চেয়ে আরও জোরে দৌড়াতে পারে!

তথ্যসূত্র : ‘সায়েন্স ফর কিডস’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর