শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা
আমীরুল ইসলামের ছড়া

মিল ছাড়া

মিল ছাড়া

মিল কিন্তু ছন্দ না

মিল ছাড়া এই জীবনযাপন

ভালোই আছি। মন্দ না।

 

মিলের রং নীল লাল

মিল দিয়েছে বিল্লাল।

মিলের ঘরে তালা দাও

মিল থাকবে আলাদা।

আমলকী

নামল কি?

আফরোজা

হাফরোজা।

 

ছন্দ মানে মিল নয় রে

মিল মানে নয় ছন্দ।

ছন্দ কোথায়? মিল কারে কয়

সেই পুরনো দ্বন্দ্ব।

 

মিল আসবে কিলবিলিয়ে

মিলের তো নেই দরকার

মিল ছাড়া তাই ছড়া লেখেন

আলাউদ্দিন সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর