শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

জোছনা জ্বলা ঘর

নাফে নজরুল

ঘুমিয়ে গেল খোকন সোনা

ঘুমিয়ে গেল পাড়া

চাঁদ চলেছে নদীর ঘাটে

একটুখানি দাঁড়া!

 

জোনাক বনে আলোর মশাল

ঘরে আঁধার খুব

ওই আঁধারে ঘুমের ঘোরে

মারলো খোকা ডুব।

 

খোকার ঘুমে চাঁদের হাসি

জোছনা জ্বলা ঘর

ও খোকা তুই মায়ের কোলে

থাকিস জীবনভর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর