শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

আইনস্টাইনকে ছেলেবেলায় গর্দভ মনে করা হতো

আইনস্টাইনকে ছেলেবেলায় গর্দভ মনে করা হতো

বিজ্ঞানী আইনস্টাইন, পৃথিবী যার গুণে মুগ্ধ। তিনি এতটাই সফল যে, ‘বিজ্ঞানী’ শব্দটা মাথায় এলেই বেশির ভাগ মানুষ তাঁর কথা ভাবেন। বলা হয়, তাঁর মাথা আর দশজনের চেয়ে আলাদা ছিল। ১৮৭৯ সালে জন্ম নেওয়া এই জার্মান জিনিয়াসকে একটা সময় পর্যন্ত গর্দভ মনে করা হতো। কিছুতেই তিনি ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তাঁর চার বছর লেগেছিল। পড়াশোনায় ছিলেন কাঁচা। ১৬ বছর বয়সে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলের ভর্তি পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করেন। ইউনিভার্সিটিতে প্রতিটি বিষয়ে তিনি এতই বাজে রেজাল্ট করতেন যে, একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ার চিন্তা করতে হয়েছিল। মারা যাওয়ার সময়ে তাঁর বাবার একমাত্র দুঃখ ছিল- এই গর্দভ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এ কথায় আইনস্টাইন বহুদিন মনে কষ্ট চেপে রেখেছিলেন। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলস ম্যানের কাজ নেন। দুই বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান। যেখানে নতুন ডিভাইস পেটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময়ে এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন। তাঁর সেই ‘ডাল ব্রেন’ নিয়ে তিনি পদার্থ বিজ্ঞানের বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করে গেছেন।  বিজ্ঞানে অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন। প্রমাণ করেছেন, চেষ্টা করলে সবাইকে দিয়েই সবকিছু সম্ভব।

সর্বশেষ খবর