শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুর্ঘটনাক্রমে কোকা-কোলার আবিষ্কার

দুর্ঘটনাক্রমে কোকা-কোলার আবিষ্কার

বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় পানীয় কোকা-কোলা। কিন্তু এর আবিষ্কার হলো কীভাবে জান? কোকা-কোলার আবিষ্কারক জন স্মিথ পেমবার্টন।  তিনি পেশায় ছিলেন একজন হাতুড়ে ডাক্তার বা রসায়নবিদ। তিনি তার তৈরি করা ওষুধ ফেরি করে বিক্রি করতেন, আর অবসরে আবিষ্কারের নেশায় মেতে থাকতেন। ১৮৮৬ সালে তিনি এক ধরনের সিরাপ আবিষ্কার করেন। তার দাবি ছিল সিরাপটি মাথা ব্যথার টনিক হিসেবে কাজ করে। প্রথমদিকে সেটি ঠাণ্ডা পানির সঙ্গে মিশিয়ে প্রতি গ্লাস ৫ সেন্ট করে বিক্রয় করা হতো। ভালোই চলছিল ব্যবসা, এরই মাঝে এক কাণ্ড ঘটল। এক দিন দোকানে এক লোক এলো প্রচণ্ড মাথাব্যথা নিয়ে, এসেই এক গ্লাস সিরাপ চাইল। কিন্তু দুর্ঘটনাক্রমে সিরাপ ঠাণ্ডা পানির পরিবর্তে কার্বোনেটেড মেশানো পানির সঙ্গে মিশ্রিত ছিল। মজার ব্যাপার লোকটি সেই বিচিত্র সিরাপ খেয়ে দারুণ আনন্দ পেল! তখনই পেমবার্টনের ভাবলেন এই পানীয়টি বাজারজাত করার। প্রথম বছরে তিনি ৫০ ডলার আয় করেন কিন্তু ব্যয় হয় ৭০ ডলার। ক্ষতির সম্মুখীন হয়ে পেমবার্টন তার প্যাটেন্টটি বিক্রি করে দেন। কোকা-কোলা জনপ্রিয় হয় সেই ক্রেতার মাধ্যমেই। পরের গল্প সবারই জানা। পৃথিবীর ২০০টি দেশে কোকা-কোলা বাজারজাত করা হয়। বিশ্বের প্রতি সেকেন্ডে ৮০০০ বোতল কোকা-কোলা পান করা হয়ে থাকে।

সর্বশেষ খবর