শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
বিজ্ঞান মজা

বোতলে টর্নেডো-এর মজার পরীক্ষা...

বোতলে টর্নেডো-এর মজার পরীক্ষা...

বিজ্ঞানের পরীক্ষাগুলো এমন কিছু যা সর্বদা শিশুদের মোহিত করে। আর হ্যাঁ, এটি অবশ্যই বাড়িতে তোমাদের জন্য পরীক্ষাগুলো কেবল বিনোদনই নয়, পাঠের বুদ্ধিমত্তা, পাণ্ডিত্য এবং দিগন্তের বিকশিত করার মাধ্যমও।

বিখ্যাত বিজ্ঞান পরীক্ষাগুলোর একটি বোতলে টর্নেডো পরীক্ষা। তোমাদের যদি আবহাওয়ার প্রতি আগ্রহ থাকে তাহলে বোতল টর্নেডো পরীক্ষাটি হবে তোমাদের জন্য বেশ আনন্দের। নিচে রইল তারই নির্দেশিকা-

 

যা যা প্রয়োজন

♦ দুটি প্লাস্টিকের বোতল

♦ পর্যাপ্ত পরিমাণ পানি

♦ সামান্য স্কচটেপ

♦ সুপার গ্লু

 

কীভাবে করবে

শুরুতে বোতলের মুখ দুটো খুলে সেগুলোর একই স্থানে ফুটো করে নিতে হবে। এরপর বোতলের মুখ দুটি একসঙ্গে লাগিয়ে নিতে হবে। এরপর সুপার গ্লু দিয়ে সামান্য স্কচটেপ দিয়ে লাগিয়ে দিতে হবে যেন পানি, কোনো ধরনের বাতাস প্রবেশ না করে। এবার একটি বোতলে পানি ভরে সেই বোতলটির মুখ লাগিয়ে দাও। খালি বোতলটি মুখের অপর অংশে লাগিয়ে নাও। বোতলটি উল্টে দাও এবং এটি স্পিন কর। একবার থামার পরে, পানি চলতে থাকবে এবং একটি চকচকে টর্নেডো আকার ধারণ করবে।

 

সর্বশেষ খবর