শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাইশে শ্রাবণ এলে

গোলাম নবী পান্না

শ্রাবণ এলে আকাশ নীল

মেঘের আনাগোনা

বিয়োগ ব্যথার পাইও মিল

সবার জানা-শোনা।

 

বাইশে শ্রাবণ এলে ফিরে

কবির ছবি ভাসে

স্মরণ খাতায় স্মৃতির পাতায়

তাঁরই কথা আসে।

 

‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তিনি

‘বিশ্বকবি’ নামে

শ্রাবণ এলে স্মরণ করি

বৃষ্টিভেজা খামে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর