শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

স্বপ্নঘেরা দেশ

মিনহাজ ফয়সল

স্বপ্নঘেরা দেশ

পুব আকাশে সূর্য ভাসে

পাখির সুরে ভোরে হাসে

আলোর ছবি পাঠ

ভোরে কিষান লাঙল কাঁধে

সুখের মাথায় গামছা বাঁধে

হাসে সবুজ মাঠ।

 

ফুল-ফসলের ফ্রেমে সন্ধি

নববধূ প্রেমে বন্দি

সবুজ শ্যামল গাঁও

জল টলমল নদীর বাঁকে

তুলির ছোঁয়ায় শিল্পী আঁকে

নদীর ঘাটে নাও।

 

ফড়িং তাড়ায় দস্যি ছেলে

দুপুর রোদে হাওয়ায় খেলে

রাখাল বাঁশির সুর

মেঘের সাথে রোদের আঁড়ি

রাতের আকাশ চাঁদের বাড়ি

আঁধার করে দূর।

 

লাল-সবুজের সুতোয় বোনা

মাঠের ফসল সত্যি সোনা

স্বপ্নঘেরা দেশ

শহর কিংবা গাঁয়ের মাঝে

ষড়ঋতুর রূপে সাজে

সোনার বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর