শিরোনাম
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খোকার খাতা

দিলরুবা নীলা

রিম ঝিম ঝিম  টাপুরটুপুর

আকাশজুড়ে  জলের নূপুর

 

মেঘলা মেয়ে  খুব নেচে যায়

গাছের পাতায়,  কলমিলতায়।

 

কদম-কেয়া  পাপড়ি মেলে

একটুখানি  বৃষ্টি পেলে।

 

যাচ্ছে ভিজে  পথের মানুষ

দোকানির ওই  রঙিন ফানুস।

 

আর ভিজে যায়  চড়ুই-ফিঙে

মাচান-ভরা  ধুঁধুল ঝিঙে।

 

ভিজতে থাকুক  ডাহুকছানা

খোকার শুধু  ভিজতে মানা।

 

বৃষ্টি যতই  পড়ুক পাতায়

মেঘ ছুঁয়ে যায়  খোকার খাতায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর