শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
গল্প

তুলা ভাইবোন

রবিউল কমল

তুলা ভাইবোন

ভাই শিমুল তুলার খুব ইচ্ছে হলো বাংলাদেশ ঘুরে দেখার। কিন্তু একা কী আর কারও ঘুরতে ভালো লাগে। তাই সঙ্গে নিল বোন তুলাকে। বাতাসে উড়তে উড়তে দেশ ভ্রমণে বের হলো তুলা ভাইবোন।

ভাই : দেখ দেখ পাখি উড়ে যাচ্ছে। পাখিটি কত্ত সুন্দর, তাই না?

বোন : এটা তো আমাদের জাতীয় পাখি দোয়েল।

ভাই : ওই দেখ খেলার মাঠ। সেখানে সবাই খেলা করছে।

বোন : তাই তো, ওরা তো কাবাডি খেলছে। কাবাডি আমাদের জাতীয় খেলা।

ভাই : ওমা, কী সুন্দর নদী। সেখানে কেউ মাছ ধরছে। কেউ সাঁতার কাটছে। ওই যে একটা মাছও সাঁতার কাটছে।

বোন : দেখি তো কী মাছ, আরে এটা তো ইলিশ মাছ। ইলিশ হলো জাতীয় মাছ।

ভাই : দেখ দেখ সবুজ শ্যামল গ্রাম। তার মধ্যে আবার ছোট খাল। কিছু হাঁস চরছে।

বোন : ওখানে খুব সুন্দর ফুল ফুটে আছে। সেটা দেখতে পাচ্ছ?

ভাই : হ্যাঁ, দেখেছি। আমি কিন্তু জানি এটা শাপলা ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল।

বোন : তুমি একদম ঠিক বলেছ। ওই যে দূরে একটি গাছ দেখা যাচ্ছে। চলো আমরা ওখানে যাই।

ভাই : আরে এটা তো কাঁঠাল গাছ।

বোন : হ্যাঁ, আর কাঁঠাল আমাদের জাতীয় ফল।

ভাই : আপু সামনে মনে হচ্ছে অনেক বড় একটি বন। চল এবার বন ঘুরতে যাই।

বোন : এটা তো সুন্দরবন। এখানে অনেক রকম গাছ, পশু-পাখি থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন।

ভাই : আপু, দেখ দেখ হলুদ ডোরাকাটা কী যেন ঘুমাচ্ছে।

বোন : হ্যাঁ তাই তো, এটা তো বাঘ মামা রয়েল বেঙ্গল টাইগার। আর রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু।

তারপর ভাইবোন উড়তে উড়তে আরও সামনে গেল...

ভাই : এখানে তো দেখি সবদিকে পানি। আর ভয়ংকর ঢেউ।

বোন : এটা হলো বঙ্গোপসাগর। এবার চলো আমরা ফিরে যাই। বাতাস ফুরিয়ে গেলে আমরা সাগরে পড়ে যাব। আর ফিরতে পারব না।

ঠিক তখন বাতাস কমে এলো। আর ওরাও সাগরে পড়ে গেল। তারপর ঢেউয়ে ভাসতে ভাসতে তুলা ভাইবোন হারিয়ে গেল নাকি অন্য কোনো দেশে ঘুরতে গেল তোমরা কি বলতে পারবে?

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর