শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শরৎ বেলা

শ্যামল বণিক অঞ্জন

শরৎ বেলা

শুভ্র সতেজ শরৎ বেলা

আকাশজুড়ে মেঘের ভেলা,

রৌদ্র ছায়ার চলছে খেলা!

হাওয়ার উড়ে ধূপের ধোঁয়া,

উন্মাদনা পাহাড় ছোঁয়া,

কানে বাজে উলু ধ্বনী,

আসছে তো মা আগমনী!

শিউলী ঘ্রাণে প্রাণটা জুড়ায়,

প্রখর তাপে ধরা পুড়ায়,

ঘামে ভেজা ক্লান্ত দেহ,

খুঁজে মানুষ ছায়ার স্নেহ।

রূপের রানি শরৎ হাসে

সুখের ধারায় ভুবন ভাসে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর