শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নজরুল যখন ছোট

আকিব শিকদার

ছোট্ট বন্ধু। তোমরা কী জানো? নজরুল দরিদ্রতার জন্য পড়াশোনার খরচ জোগাতে রুটির দোকানে কাজ করতেন, রেলওয়ে গার্ডের স্টাফদের সঙ্গে ফুট-ফরমায়েশ করতেন। কোন নজরুল জানো তো? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এ সময় পুলিশের সাব-ইন্সপেক্টর কাজী রফিজ উল্লাহর সঙ্গে তার পরিচয় হয়। রফিজ উল্লাহ তার পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেয়। স্কুলে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা,  নাট্যাভিনয়, কবিতা আবৃত্তি, রচনা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন হতো। নজরুল একবার প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও রবীন্দ্রনাথের ‘পুরাতন ভৃত্য’ কবিতা আবৃত্তি করে প্রশংসিত হয়েছিলেন। নজরুল কিন্তু দুর্দান্ত মেধাবী ছিলেন। জানা যায়, প্রতি বছর বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম বা দ্বিতীয় হতেন। ঘটনাটি অষ্টম শ্রেণিতে পড়ার সময়ের। বাংলা ক্লাস। ক্লাসে নজরুল শিকক্ষকে বললেন- স্যার, আপনি শুনুন। আমি পড়াচ্ছি। দেখুন তো ঠিক মতো পড়াতে পারি কি না! নজরুল বাংলা পড়ালেন। প্রবীণ শিক্ষক মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলেন। তার চমৎকার পড়ানোর কায়দা দেখে শিক্ষক অভিভূত। এমন যদি হয়, তুমি হয়ে গেলে তোমার স্কুলে সহপাঠীদের শিক্ষক, কেমন লাগবে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর