শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ছড়ার হাট

শহরের ভিড়ে

মঈন মুরসালিন

শহরের ভিড়ে

আমাদের বাবাদের

     গ্রামে বড় বাড়ি ছিলো

     গরু আর মহিষের গাড়ি ছিলো

     ঘরে ঘরে জামদানি শাড়ি ছিলো

     গোলাভরা ধান ছিলো

     মানসম্মান ছিলো

     ভাইয়ে ভাইয়ে টান ছিলো-

আজ সব হারিয়েছি শহরের ভিড়ে।

 

আমাদের বাবাদের

     গায়ে খুব বল ছিলো

     লাঠিয়াল দল ছিলো

     গাছে গাছে ফল ছিলো

     সুবিশাল মাঠ ছিলো

     পুকুরের ঘাট ছিলো

     আর পুঁথি পাঠ ছিলো-

আজ সব হারিয়েছি শহরের ভিড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর