শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সূর্যের মুখরতা

মো. সামশের আলী

সূর্যের মুখরতা

সূর্য সকাল বয়স্ক রোদ, ঝুঁকে দেখে বারান্দায়

শুধালো এসে, কেমন আছো, সংসারী ভাবনায়

ভুলেই গেছ রোদেদের কথা, রোদেলা মেয়ের নাম

ভুলবে তুমি সকলের মতো, ভুলবেই জানতাম

 

রোদ নয় সেই, ছড়ানো কিরণ এলানো মেয়ের চুল

চোখ পড়েছে চোখের পাতায় করিনি তো কোনো ভুল

হঠাৎ রবি থমকে দাঁড়ায়ে দেখেছে আমার মুখ

কেমন আছি এই ভাবনায় নিয়ে বিপন্ন উৎসুক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর