শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হাসতে থাকো

হাসতে থাকো

তানিম আর নিপুণ- দুই বন্ধুতে কথা হচ্ছে।

তানিম : কি রে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন?

নিপুণ : আর বলিস না রে, এখনো সবই বাকি পড়ে আছে।

তানিম : বলিস কী? আমার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু একটা বাকি আছে।

নিপুণ : কোনটা?

তানিম : কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পরিচয়পত্র, প্রবেশপত্র-সব প্রস্তুত। এখন শুধু পড়াটা বাকি আছে!

 

মা : আজ স্কুলে কী করলে খোকা।

খোকা : ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম।

মা : কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা?

খোকা : ওটার কথাই তো বলছি!

 

বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন, বাচ্চারা, খেলছ ভালো কথা।

কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।

এক বাচ্চা বলে উঠল, অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!

 

একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগির কেন জিরাফের মতো লম্বা হয় না?’

ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর