শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রসিক দাদু

মীর এনামুল হক

রসিক দাদু

দাদু আমার রসিক মানুষ

নাই তো মাথায় চুল,

টাকলু দাদুর মস্ত ভুঁড়ি

কথায় নাই তো ভুল।

আশি বছর পার হয়েছে

নাই তো গালে ভাঁজ,

প্যান্ট পরে সে স্মার্ট হয়ে যায়

দেখায় রঙিন সাজ।

বয়স হলেও দাদু আমার

রাখেন দাদির খোঁজ,

পাড়ার সব দুষ্টু ছেলে

মত্ত রাখেন রোজ।

রাজা-রানির গল্প বলেন

লাঠি দিয়ে ভর,

ভূত-রাক্ষসের গল্প হলেও

কেউ করে না ডর।

সাদা মনের রঙিন মানুষ

সবার প্রিয়জন,

ভালোবেসে কাছে বসে

কাড়েন সবার মন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর