শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
মহৎ জীবন

বিশ্ব বদলে দেওয়ার কারিগর অ্যাডিসন

বিশ্ব বদলে দেওয়ার কারিগর অ্যাডিসন

আজকের বিশ্ব থমাস আলভা এডিসনের নাম জানে না এমন ব্যক্তি নেহায়েতই কম। বৈদ্যুতিক বাতি, চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, এনক্রিপটেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারি- এ ধরনের আবিষ্কার জীবিত রেখেছে বিখ্যাত এ বিজ্ঞানীকে। কিন্তু তোমরা কি জান! মহান এ বিজ্ঞানী ছেলেবেলায় মেধাবী ছিলেন না। এমনকি অ্যাডিসন ‘স্কারলেট ফিভার’ নামে একটি জটিল অসুখে আক্রান্ত ছিলেন। যার ফলে তিনি প্রায় কানে শুনতেনই না। তার স্কুলজীবন ছিল মাত্র ১২ সপ্তাহের। কারণ তার পড়াশোনার পারফরমেন্স এতই খারাপ ছিল যে স্কুলে আর তাকে রাখতে চাইছিল না। স্কুল থেকে দেওয়া চিঠিতে লেখা ছিল- যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধাও ভালো নয়, এ ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না। কিন্তু টমাসের মা ছেলেকে চিঠি পড়ে শুনিয়ে বলেন যে, টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি, এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই। মায়ের থেকে পাওয়া এ আত্মবিশ্বাস টমাসকে উদ্যমী করে তোলে। এবং আত্মবিশ্বাসের ফলেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় ১০ হাজার বার ব্যর্থ হয়েছিলেন। তবুও চেষ্টা চালিয়ে গেছেন। কারণ ছেলেবেলায় তার মা বলেছিলেন যে, কিছুই অসম্ভব নয়। এক সময় টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানী ও ধনী উদ্যোক্তা।

সর্বশেষ খবর