ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। ঝুমঝুম বৃষ্টি নামলো। রাজকন্যা মেঘা নাচতে শুরু করল। বৃষ্টির তালে তালে গাইতে শুরু করল। আকাশ ভরা মেঘের ভেলা, ঝুম ঝুমা ঝুম দারুণ খেলা। আজকে আমি বাঁধন হারা, বৃষ্টি সুখে পাগল পারা। যাবো উড়ে হাওয়ায় ভেসে, আকাশ পাড়ে মেঘের দেশে। মেঘের পায়ে সোনার নূপুর টাপুর টুপুর টাপুর টুপুর। গান শুনে রানি চমকে উঠলেন! রাজা ঈশান কর্মে ব্যস্ত ছিলেন। এমন সময় বার্তাবাহক…