পুল পেরিয়ে মেঠো পথে
গেলে কয়েক ক্রোশ,
তার বাড়িটা যায়রে পাওয়া
দরজায় লেখা বোস।
তার সাক্ষাতে নাকি মাফ
জীবনের যত দোষ,
হাদিয়া নেন স্বর্ণ ও রুপা
হাতের এক কোষ।
জ্যোতিষ বিদ্যায় বিদ্বান নাকি
খাননা মৎস্য গোশ,
সবার সাথে বলবেন কথা
সর্বদা খুব খোশ।
তার পরিচয় জানতে চাইলে
করেন রাগে ফোঁস,
তাকে ওষুধ লিখে দিবেন
বুড়ো আঙ্গুল চোষ।