চাঁদের দেশের বুড়ি নাকি
মেঘের ছানা খায়,
খেয়েদেয়ে শক্তি করে
সুতো কাটতে যায়।
আকাশ তাই রাগ করে
বুড়িকে দিল সাজা,
চাঁদের ভিতর বন্দি করে
দেখাচ্ছে খুব মজা।
সেই থেকে মেঘের ছানা
বৃষ্টি হয়ে যায়,
মুক্ত আকাশে ছন্দ তুলে
মাটিতে গড়ায়।
পাখিরা তখন খুশি হয়ে
মধুর সুরে গাই,
মেঘের ছানা রং ছড়িয়ে
দেয় তাদের সাঁই।