ছোট্ট রাহাতের স্বপ্ন বাংলাদেশের এক ছোট্ট গ্রামে ছিল সবুজ শস্যক্ষেত, নদী, পাখির কলরব আর মনোমুগ্ধকর প্রকৃতি। এই গ্রামে থাকত একটি ছোট্ট ছেলে, রাহাত। রাহাত ছিল খুবই কৌতূহলী এবং প্রকৃতিপ্রেমী। প্রতিদিন সে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াত, নদীর ধারে বসে পাখির গান শুনত আর আকাশের নীলিমায় হারিয়ে যেত। রাহাতের বাবা-মা গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন। তারা রাহাতকে বই পড়তে উৎসাহিত করতেন। গ্রামের…