ঝুমুরঝুমুর নূপুর পরে
বৃষ্টি নামে দুপুরে,
হাঁসরা কাটছে সাঁতার
খুশি মনে পুকুরে।
শাড়ি পরে ব্যাঙের গিন্নি
বর্ষার গীত ধরেছে,
সে গান শুনে সকল ব্যাঙই
নাচতে শুরু করেছে।
ঘাটে বসে খোকন সোনা
তালি দিয়ে চলেছে
আজকে ব্যাঙের বিয়ে হবে
দাদু আমায় বলেছে।
ঝুমুরঝুমুর নূপুর পরে
বৃষ্টি নামে দুপুরে,
হাঁসরা কাটছে সাঁতার
খুশি মনে পুকুরে।
শাড়ি পরে ব্যাঙের গিন্নি
বর্ষার গীত ধরেছে,
সে গান শুনে সকল ব্যাঙই
নাচতে শুরু করেছে।
ঘাটে বসে খোকন সোনা
তালি দিয়ে চলেছে
আজকে ব্যাঙের বিয়ে হবে
দাদু আমায় বলেছে।