কেঁদে কেঁদে চোখ ফুলেছে
ভিজে সারা গাল,
মাথার চুল সব এলোমেলো
নেইরে ফিতা লাল।
সামনে পড়ে পছন্দের সব
খাবার ভরা থাল,
তাতে রুটি কলিজা ভুনা
খুব অল্প ঝাল।
খায় না জুজু চায় না কিছু
জুজুর একি হাল,
আজ করে না দৌড়াদৌড়ি
দেয় না হঠাৎ ফাল।
মান ভাঙে না আব্বু আম্মু
যত করেন চাল,
পোষা খোরগোশ চলে গেছে
সেটা গতকাল।