ইয়া বড় ঠ্যাং
ওরে কোলা ব্যাঙ
নাকের ডগায় পানি নিয়ে
করিস যে ঘ্যাং ঘ্যাং।
বিচ্ছিরি তোর সুর
যা না একটু দূর
ধরে গেছে মাথা আমার
করিস না প্যান প্যান।
ভালো না তোর ছাতা
দেখতে ভীষণ যা-তা
পদ্মপাতায় অমন করে
লাফাসনে ঢ্যাং ঢ্যাং।
ইয়া বড় ঠ্যাং
ওরে কোলা ব্যাঙ
নাকের ডগায় পানি নিয়ে
করিস যে ঘ্যাং ঘ্যাং।
বিচ্ছিরি তোর সুর
যা না একটু দূর
ধরে গেছে মাথা আমার
করিস না প্যান প্যান।
ভালো না তোর ছাতা
দেখতে ভীষণ যা-তা
পদ্মপাতায় অমন করে
লাফাসনে ঢ্যাং ঢ্যাং।