কেউ যে করছে জবরদখল
ধরে এখন কেবা,
কেউ বা আবার অবিশ্রান্ত
দিয়ে যাচ্ছে সেবা।
কেউ বা খাচ্ছে পোড়া ঘরে
আলু দিয়ে পোড়া,
কেউ বা আবার ভোটের মাঠে
দৌড়াচ্ছে ঘোড়া।
কারো আবার কপাল পুড়ছে
অতীত কালের কর্মে,
কারো উল্লাস বেপরোয়া
বেড়ে গেছে চরমে।
দাবি আদায় করতে কেউ
বেশি লোভে পড়ে,
মশা তাড়ায় রাত্রি জেগে
গিয়ে হাজত ঘরে?